সকাল থেকেই রাজস্থানের ফলাফলের ট্রেন্ড বলে দিয়েছিল রাজস্থানে মরু ঝড়ে উড়ে যেতে চলেছে অশোক গেহলটের সরকার।১টি আসন বাদে বাকি ১৯৯ আসনের মধ্যে ইতিমধ্যেই ১১৫ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২৬টি আসনে ইতিমধ্যেই জিতেছেন প্রার্থীরা। তাঁর মধ্যে বাগরু থেকে জিতলেন কৈলাশ চাঁদ ভার্মা, মহুয়া থেকে জিতলেন রাজেন্দ্র, দেগানা থেকে জিতেছেন অজয় সিং, আলওয়ার আরবান থেকে সঞ্জয় শর্মা।