Rajasthan: চাকরির প্রলোভন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১০ মাসে ২ মহিলাকে ধর্ষণ, অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে
Rape, Representational Images (Photo Credit: Twitter)

জয়পুর, ১৮ নভেম্বর: কখনও চাকরির প্রলোভন দেখিয়ে আবার কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরপর ২ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি (BJP)  বিধায়কের বিরুদ্ধে। গত ১০ মাসে পরপর দুবার বিজেপি বিধায়ক প্রতাপ ভিলের (Pratap Bheel) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দুই মহিলা। রাজস্থানের (Rajasthan) গোগুন্ডা শহরের এমনই একটি খবরের জেরে জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইন্ডিয়া টুডের রিপোর্টে প্রকাশ, বিজেপি বিধায়ক প্রকাশ ভিলের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ দায়ের করেন এক মহিলা।রাজস্থানের আমবামাটা থানায় প্রতাপ ভিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। চাকরির টোপ দিয়ে এক মহিলাকে প্রতাপ ভিল ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রতাপ ভিলের বিরুদ্ধে সুখেরে আরও এক মহিলা অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:  Mehbooba Mufti: ''জঙ্গি নিধনের নামে সাধারণ মানুষকে হত্যা'', বিতর্কিত মন্তব্যের পর গৃহবন্দি মেহবুবা মুফতি

সুখেরের ওই মহিলার অভিযোগ, প্রথমে চাকরির প্রলোভন দেখিয়ে তাঁরকে ধর্ষণ করেন বিজেপি বিধায়ক। পরে চাকরি দিতে ব্যর্থ হলে,  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলাকে ফের পরপর ধর্ষণ করেন রাজস্থানের গোগুন্ডার ওই বিধায়ক। প্রতাপ ভিলের বিরুদ্ধে পরপর দুই মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করতেই পুলিশ (Police) তদন্ত শুরু করে।  যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজস্থানের ওই বিধায়ক।