Sonam Raghuvanshi (Photo Credit: PTI/X)

ইন্দোর, ১১ জুন: বুধবার রাজা রঘুবংশীর (Raja Raghuwanshi's Murder) মায়ের সঙ্গে দেখা করেন সোনমের দাদা গোবিন্দ। ইন্দোরে রাজা রঘুবংশীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সোনমের দাদা। সেখানে তাঁদের মধ্যে যে কথা হয়, তা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন ঊমা রঘুবংশী। তিনি বলেন, তাঁর ছেলের মৃত্যুতে দুঃখিত সোনমের দাদা গোবিন্দ। শুধু তাই নয়, সোনমকে যাতে ফাঁসিতে ঝোলানো হয়, সেই দাবিও করেন গোবিন্দ। এমন কথা শোনা যায় ঊমা রঘুবংশীর (Raja Raghuvanshi's Mother) গলায়। গোবিন্দের তো কোনও দোষ নেই। ও নিজের ওঁর বোনের শাস্তির দাবি করছেন বলে জানান মা রঘুবংশী।

মাত্র ৩ মিনিটের জন্য গোবিন্দ নাকি সোনমের (Sonam Raghuwanshi) সঙ্গে দেখা করেন। ওই সময় গোবিন্দ কেন সোনমকে চড় মারেননি, সে বিষয়ে বলতে শোনা যায় ঊমা রঘুবংশীকে। সংবাদমাধ্যম এবং পুলিশ সেখানে থাকায়, গোবিন্দ  বোন সোনমকে চড় মারার সুযোগ পাননি বলে রাজা রঘুবংশীর মা ঊমাকে জানান ওই ব্যক্তি।

আরও পড়ুন: Raja Raghuwansh-Sonam Raghuwanshi: 'আমার ছেলে খুন করেনি, একা সংসার টানে, বোনদের দেখভাল করে', রাজার 'খুনি', সোনমের 'প্রেমিক' রাজের মায়ের হাউ হাউ করে কান্না

প্রসঙ্গত গোবিন্দ প্রথমে রাজা রঘুবংশীর পরিবারের সঙ্গে দেখা করেন। তারপর হাজির হন সংবাদমাধ্যমের সামনে।

এসবের পাশাপাশি গোবিন্দের মুখে এও শোনা যায়, সোনমই রাজা রঘুবংশীকে খুন করেছে পুরো পরিকল্পনা করে।

গত ১১ মে রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হয় সোনমের। ১১ মে বিয়ের পর ২৩ মে তাঁরা হানিমুনে যান। হানিমুনে যাওয়ার পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান সোনম, রাজা। এরপর ২ মে রাজার মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে। এরপর উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনম রঘুবংশীকে।