Rahul Gandhi (Photo Credits: X)

লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের প্রধান অভিযোগ ছিল, মোদী জামানায় ধনী-গরিব অসাম্য। সদ্য প্রকাশিত মোদী সরকারের নীতি আয়োগ রিপোর্টে অসাম্যের সেই তথ্য আরও স্পষ্ট ভাবে ফুটে উঠল। ধনী-গরিব অসাম্যতা নিয়ে আওয়াজ তোলা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) তাই এগিয়ে গেলেন আম্বানিদের অনুষ্ঠান। এনডিএ (NDA), ইন্ডিয়া (INDIA) জোটের প্রায় সকল শরিক দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত হয়েছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে (Anant-Radhika Wedding)। ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালু প্রসাদ থেকে শুরু করে কংগ্রেসের অনেকেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। নবদম্পতি অনন্ত এবং রাধিকাকে আশীর্বাদ করতে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে আম্বানিদের অনুষ্ঠান এড়িয়ে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অনন্তের বিয়েতে নয় বরং ওই দিন মুম্বইয়ের এক পিজ্জা পার্লারে দেখা গেল রায়বরেলির সাংসদকে।

রইল ভিডিয়ো...