Photo Credits: ANI

ভদ্রক: শনিবারই যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল হাওড়া-পুরী কিংবা পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Puri-Howrah Vande Bharat Express)। আর রবিবারই পুরী থেকে ফেরার পথে প্রচণ্ড ঝড়বৃষ্টি (thunderstorms) ও বজ্রপাতের (lightning) কারণে ওভারহেডের তার (overhead wire) ছিঁড়ে ওড়িশা (Odisha) দুলাখাপাটনা-মানজুরি রোড স্টেশনে (Dulakhapatna-Manjuri Road Station) দাঁড়িয়ে পড়তে বাধ্য হল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস।

এপ্রসঙ্গে ভদ্রকের (Bhadrak) স্টেশন ম্যানেজার পূর্ণচন্দ্র সাহু (Purna Chandra Shahu) বলেন,  "প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে চালকের কামরার (driver cabin) সামনে (Front glass) ও পাশের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ যোগাযোগও ছিন্ন হয়ে গেছিল। তবে এর ফলে কেউ হতাহত হননি।"