জলন্ধর, ১০ জুন : ছেলে ঠাকুমার (Grandmother) কাছে বেশি সময় থাকে। এই ভেবে রাগে নিজের ৬ বছরের ছেলেকে কুপিয়ে খুন করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) জলন্ধরের (Jalandhar) শাহকোট শহরে। প্রতিবেদনে বলা হয়েছে, কুলবিন্দর কৌর নামের ওই মহিলা মারা যাওয়ার আগ পর্যন্ত শিশুটিকে ছুরি দিয়ে আঘাত করে যান। পরে নিজেও বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও বাত জোরে বেঁচে গেছেন। তাঁর আঘাত গুরুতর নয়।
পুলিশ জানিয়েছে, কুলবিন্দরের স্বামী ইতালিতে থাকতেন এবং শাশুড়ি চরণজিৎ কৌরের সঙ্গে তাঁর বনিবনা ছিল না। ছেলেকে খুন করার আগে দু'জনের মধ্যে একটি ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। পরে রাতের দিকে চরণজিৎ তাঁর নাতি আরশপ্রীতের আর্ত চিৎকার শুনতে পান। আরও পড়ুন: TMC Leader Shot Dead: এলাকা দখল ঘিরে সংঘর্ষ, গুলি করে খুন তৃণমূল কর্মীকে
মহিলা ঘরে ঢুকে দেখেন আরশপ্রীত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই কুলবিন্দর কৌর দুতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্ট করেন। কুলবিন্দরের বিরুদ্ধে শাহকোট থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে।