Punjab Police: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য পাঞ্জাব পুলিশের, বিস্ফোরক ও অস্ত্র-সহ ধৃত ২ লস্কর জঙ্গি
প্রতীকী ছবি (Photo Credit: IANS)

চণ্ডীগড়: সন্ত্রাসবাদের (terrorism) বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য (huge breakthrough) পেল পাঞ্জাব পুলিশ (Punjab police)। কেন্দ্রীয় একটি সংস্থার (central agency) সঙ্গে যৌথ অভিযান (joint operation) চালিয়ে বিস্ফোরক (Explosive) ও অস্ত্র-সহ গ্রেফতার (arrest) করল দুই লস্কর (Lashkar-e-Taiba) জঙ্গিকে। তাদের কাছ থেকে দুটি আইইডি-ও বাজেয়াপ্ত করা হয়েছে।

এপ্রসঙ্গে শনিবার চণ্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, গতকাল পাঞ্জাব পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে। একটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বাসিন্দা দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে অমৃতসরের (Amritsar) স্পেশাল অপারেশন সেল (Special Operation Cell)। ধৃতদের কাছ থেকে দুটি আইইডি (Improvised Explosive Devices), দুটি হ্যান্ড গ্রেনেড (hand grenades), পিস্তল (pistols), কার্তুজ (cartridges), ডিটোনেটর (detonators) ও ব্যাটারি (batteries) উদ্ধার হয়েছে। তারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। আমরা এভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ (war ) চালিয়ে যাব। আর কখনই ওদের উদ্দেশ্য (intention) সফল (succeed) হতে দেব না।" আরও পড়ুন: Father Rapes Daughter: নিজের ১৪ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে দিল্লিতে গ্রেফতার বাবা

দেখুন ভিডিয়ো: