Hassan Nasrallah (Photo Credit: X)

ক দিন আগেই আকাশপথে ভয়াবহ বিস্ফোরক হামলায় ইরানপন্থী হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লা-কে হত্যা করে ইজরায়েল।  মাটির অনেকটা নিচে বাঙ্কারে সদর দফতরে বসে হিজবুল্লার বৈঠক করার সময় নাসারুল্লা (Hassan Nasrallah)র ওপর বোমা নিক্ষেপ করে মেরে ফেলে ইজরায়েলের বায়ুসেনা। এর বিরুদ্ধে এদিন কাশ্মীরের বারামুল্লায় বড় প্রতিবাদ মিছিল করেন স্থানীয়রা। নাসারুল্লাকে হত্যার অভিযোগে ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান তোলেন কাশ্মীরের স্থানীয় শিয়া মুসলিমরা। ক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে। ফোনে মোদী ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। নাসারাল্লার নাম সরাসরি না নিয়েও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ইজরায়েলকে সব রকম সহায়তার কথা বলেছিলেন।

নাসারাল্লার মৃত্যুর সময় ভূ-স্বর্গে বিধানসভা নির্বাচন চলছিল। পিডিপি প্রধান মেহবুবা মুফতি নাসারাল্লার মৃত্যুর শোকে ভোট প্রচার বন্ধ রেখেছিলেন।

দেখুন