Delhi Pollution (Photo Credit:X/Screengrab)

দিল্লি, ১৪ নভেম্বর: কেরলের (Kerala) ওয়েনাড়ে (Wayanad) উপনির্বাচন সম্পন্ন হওয়ার পর দিল্লিতে (Delhi) ফিরলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ওয়েনাড় থেকে দিল্লিতে ফিরে মনে হচ্ছে তিনি 'গ্যাস চেম্বারে' প্রবেশ করেছেন। ওয়েনাড় থেকে দিল্লিতে ফিরে এমনই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির যে পরিস্থিতি তা থেকে মুক্তি পেতে বর্তমানে প্রত্যেককে একসঙ্গে সমাধান সূত্র খুঁজতে হবে।  একযোগে সবাই মিলে দিল্লির পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

দেখুন দিল্লিতে কীভাবে দূষণ বাড়ছে...

 

আরও পড়ুন: Delhi Air Pollution: 'গুরুতর' পর্যায়ে পৌঁছল দিল্লির বায়ু দূষণ, কমছে দৃশ্যমানতা, বাড়ছে ঝুঁকি

প্রসঙ্গত বুধবার দিল্লির বায়ু দূষণের অবস্থা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে যায়। বুধবার বিকেলে দিল্লির বায়ু দূষণ গুরুতর পর্যায়ে পৌঁছয় বলে জানানো হয়। যা নিয়ে চিন্তা বাড়তে শুরু করে। দিল্লিতে যখন হু হু করে দূষণ বাড়ছে, সেই সময় তাতে ঘৃতাহুতি দিচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। দিল্লির পার্শ্ববর্তী এই দুই রাজ্যে যেভাবে ফসল তোলার পর ক্ষেত জ্বালিয়ে পরিষ্কার করা হচ্ছে,তার দূষিত ধোঁয়া দিল্লিতে প্রবেশ করে পরিবেশকে আরও দূষিত করে তুলছে বলে জানানো হয় রাজধানী শহরের প্রশাসনের তরফে।