নয়াদিল্লি, ১৪ এপ্রিল: ১৪ এপ্রিল পর্যন্ত ছিল লকডাউনের সময়সীমা। কিন্তু মঙ্গলবার সেই সময়সীমা আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৩ মে পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করতেই প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোর। 'লকডাউনের বিকল্প পরিস্থিতি নিয়ে কী কিছু ভেবেছেন মোদিজি?' প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আরও পড়ুন: Rahul Gandhi: 'পরীক্ষার জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে করোনা-কিট নেই', নরেন্দ্র মোদিকে আক্রমণ রাহুল গান্ধির
লকডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পরিযায়ী শ্রমিকেরা। নেই রোজগার। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মজুতের খাবার শেষ! অন্যদিকে, করোনা সংক্রমণের সংখ্যা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 'লকডাউন উঠে গেলে পরবর্তী পরিস্থিতি কী হবে? সেই নিয়ে কী কোনও পরিকল্পনা করেছে মোদি সরকার? ৩ মে-র পরও যদি ফল না পাওয়া যায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে কী পদক্ষেপ নেবেন কেন্দ্রীয় সরকার? সেই প্ল্যান-বি তৈরি রয়েছে তো?' এই সমস্ত ইস্যুতেই তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর।
It’s pointless to endlessly debate the rationale & modalities of the #lockdown2
The REAL question however is what happens if we don’t get the desired result even by staying the course on our chosen path till 3rd May?
Do we have an alternate plan or the will to course correct?
— Prashant Kishor (@PrashantKishor) April 14, 2020
এদিকে রাহুল গান্ধি টুইটে মোদিকে তীব্র আক্রমণ করে বলেন, 'করোনা কিট কিনতে ঢিলেমি করেছে ভারত। এই মুহূর্তে ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই করোনা কিট। যার জেরে ১০ লাখে মাত্র ১৪৯ জনের করোনা টেস্ট সম্ভব হচ্ছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ গণকরোনা-টেস্ট। কিন্তু ভারতে এই মুহূর্তে এতই স্বল্প সংখ্যক টেস্ট হচ্ছে, সেক্ষেত্রে লাওস, নিগার এবং হুন্ডুরাসের মত পরিস্থিতি ভারতের।'