নয়াদিল্লি, ১৪ এপ্রিল: দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। করোনা পরিস্থিতি নিয়ে মোদিকে তোপ রাহুল গান্ধির। সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে করোনা কিট কেনেনি ভারত। যার জেরে চরম দুর্ভোগে দেশবাসী। এমনটাই দাবি রাহুল গান্ধির (Rahul Gandhi)। অন্যদিকে, লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়েছে মোদি সরকার। প্রশান্ত কিশোরও এই ইস্যুতে মোদিকে একহাত নিলেন। বলেন, 'লকডাউনের বিকল্প পরিস্থিতি নিয়ে কী কিছু ভেবেছেন মোদিজি?' আরও পড়ুন: Pohela Boishakh 2020 Wishes: স্বাগত ১৪২৭, নববর্ষে 'সাদা-মাটা' শুভেচ্ছা টলি সেলেবদের
রাহুল গান্ধি টুইটে বলেন, 'করোনা কিট কিনতে ঢিলেমি করেছে ভারত। এই মুহূর্তে ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই করোনা কিট। যার জেরে ১০ লাখে মাত্র ১৪৯ জনের করোনা টেস্ট সম্ভব হচ্ছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ গণকরোনা-টেস্ট। কিন্তু ভারতে এই মুহূর্তে এতই স্বল্প সংখ্যক টেস্ট হচ্ছে, সেক্ষেত্রে লাওস, নিগার এবং হুন্ডুরাসের মত পরিস্থিতি ভারতের।'
India delayed the purchase of testing kits & is now critically short of them.
With just 149 tests per million Indians, we are now in the company of Laos (157), Niger (182) & Honduras (162).
Mass testing is the key to fighting the virus. At present we are nowhere in the game.
— Rahul Gandhi (@RahulGandhi) April 14, 2020
ICMR-র রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত ২ লক্ষ মানুষের শরীরে করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৪ এপ্রিল এই ইস্যু নিয়েই নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধি। তিনি বলেছিলেন, 'করোনায় লড়ার মত পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না দেশে। এভাবে করোনার বিরুদ্ধে লড়া সম্ভব নয়। হাততালি কিংবা টর্চ জ্বালিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।'
India is simply not testing enough to fight the #Covid19 virus.
Making people clap & shining torches in the sky isn't going to solve the problem. pic.twitter.com/yMlYbiixxW
— Rahul Gandhi (@RahulGandhi) April 4, 20201681490