প্রণব মুখার্জি(Photo Credit-File)

নতুন দিল্লি, ২৭ অগাস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) এখনও গভীর কোমায় (coma) রয়েছেন এবং তিনি হেমোডাইনামিকভাবে সুস্থ (haemodynamically stable) আছেন। বৃহস্পতিবার মেডিকেল বুলেটিনে একথা জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। হাসপাতালের তরফে বলা হয়েছে, “প্রণব মুখোপাধ্যায় গভীর কোমাতে এবং ভেন্টিলেটরে রয়েছেন। ফুসফুসের সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের জন্য তার চিকিৎসা করা হচ্ছে। তিনি হেমোডাইনামিক্যালি স্থিতিশীল।”

যদি কোনও রোগীর রক্তচাপ এবং হৃৎস্পন্দন স্থিতিশীল হয়, তবে তাঁকে হেমোডাইনামিকভাবে স্থিতিশীল হিসাবে বিবেচনা করা হয়। ৮৪ বছর বয়সী মুখোপাধ্যায় ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি হন। তার একদিন আগে রাজাজি মার্গের তিনি বাসভবনে পড়ে যান। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য জটিল অস্ত্রোপচার করা হয়। তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন। আরও পড়ুন: COVID-19 Cases In India: একদিনে সংক্রামিত ৭৫ হাজার ৭৬০ জন, ভারতে করোনার বলি ৬০ হাজার ছাড়িয়ে গেল

প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।