RBI Deputy Governor Resigns: মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগেই পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের
ভিরাল আচার্য(Photo Credits: ANI/File)

দিল্লি, ২৪ জুন, ২০১৯:  এখনও মেয়াদ শেষ হতে আরও ৬ মাস বাকি ছিল। তারমধ্যে কী এমন ঘটল যে পদত্যাগ করতে হল রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ডেপুটি গভর্নর ভিরাল আচার্যকে(Viral Acharya) । উর্জিত প্যাটেল (Urjit Patel) পদ ছাড়ার পর থেকেই তিনিও পদ ছাড়বেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই জল্পনাই সত্যি হল। গত পাঁচ বছরে জিডিপির রেকর্ড পতন হয়েছে। দেশের সেই সংকট জনক পরিস্থিতি ডেপুটি গভর্নরের (Deputy Governor) এই পদত্যাগে অন্য কারণ দেখছেন রাজনীতিবিদ‌রা।

নোট বািতল সহ একাধিক ইস্যুতে আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদি সরকারের। ২০১৯—এর লোকসভা ভোেটর কয়েক মাস আগেই নিজের পদ থেকে ইস্তফা দেন উর্জিত। ২০১৬ সালে উর্জিত প্যাটেলকে িরজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে বসানোর পরেই ডেপুটি গভর্নর পদে বসানো হয়েছিল ভিরাল আচার্যকে। উর্জিত সরে যাওয়ার পর অর্থসচিব শক্তিকান্ত দাসকে গভর্নর পদে বসানো হয়। মোদী ঘনিষ্ঠ শক্তিকান্ত আরবিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিরালের পদত্যাগের জল্পনা শুরু হয়েছিল। আরও পড়ুন, আজ সংসদে প্রথম বিল পেশ করবেন অমিত শাহ

আরবিআইয়ের স্বায়ত্বশাসন নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছতেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আরবিআইয়ের ডেপুটি গভর্নর পদে ছাড়ার পর আমেরিকার New York University Stern School of Business—এ যোগ দেবেন তিনি। অগস্টেই এখানে যোগ দেওয়ার কথা।