দিল্লি, ২৪ জুন, ২০১৯: কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আজই প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন অমিত শাহ(Amit Shah)। সরকারের হয়ে প্রথম বিল পেশ করবেন তিনি। প্রথম দিনেই জম্মু–কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল (Jammu And Kashmir Reservation Amendment Bill) পেশ করার গুরু দায়িত্ব পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister) কাঁধে। হুরিয়তরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার খবরে একটু খোস মেজাজেই রয়েছেন অমিত শাহ। সংসদে সেই মেজাজও দেখা যাবে বলে আশা করছে রাজনৈতিক মহল।
লোকসভায় বিল পেশ করার পরেই এর গুরুত্ব নিয়েও বলবেন তিনি। ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রীসভায় (Cabinet) পাস করা হয় বিলটি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও বিলটি অনুমোদন করেছিলেন। ২০০৪ সালে তৈরি এই বিলটিতে বলা হয়েছিল উপত্যকায় যাঁরা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বসবাস করেন তাঁদের সংরক্ষণের সুবিধায় আনা। আরও পড়ুন, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, ব্রিজ় ভেঙে খালে পড়ল ট্রেন, মৃত কমপক্ষে ৪
নতুন সংশোধনীতে বলা হয়েছে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবাদের রাজ্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া। এক্ষেত্রে সব ধর্মের যুবকই সমানাধিকার পাবেন।যদিও লোকসভা ভোটের আগে ৩৭০ ধারা বাতিলের দাবি জানিয়েছিলেন অমিত শাহ। যেখানে কাশ্মীরকে বিশেষ সুবিধার জায়গা দিয়েছে সংবিধান। নির্বাচনী ইস্তেহারে বিজেপি ৩৫এ ধারা বিলুপ্তি করবে বলেও উল্লেখ করেছিল। এই নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। বিরোধীরা সরব হয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। আজ লোকসভায় তাই বড় পরীক্ষা অমিত শাহের।