শিবসেনা (Photo Credits: ANI)

মুম্বই, ৫ আগস্ট: আজই অযোধ্যার বিতর্কিত জমিতে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজো অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে শিবসেনার (Shiv Sena) মুখপত্র সামনা’য় প্রকাশিত হল বাবরি মসজিদ ধ্বংসের বিতর্কিত বিজ্ঞাপন। একদা যেকানে বাবরি মসজিদ ছিল আজ সেখানেই রাম মন্দির তৈরি হতে চলেছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ‘করসেবকদের’ হাতে বাবরি মসজিদের ধ্বংসসাধন ঘটে। সামনা’র বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, বাবরি মসজিদের গম্বুজে বসে আছে এক ‘করসেবক’। “আমি তাদের জন্য গর্বিত যারা এই ঘটনাটি ঘটিয়েছে।” বিজ্ঞাপনটিতে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছবিও রয়েছে। শিবসেনার সভাপতি তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সেক্রেটারি মিলিন্দ নারভেকর এই বিজ্ঞাপনটি দিয়েছেন। আরও  পড়ুন-Ram Mandir Bhumi Pujan: রাম মন্দির নির্মাণে রুপোর ইট গাঁথবেন প্রধানমন্ত্রী, ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় মুহূর্ত গুনছে অযোধ্যা

১৯৯২-এর ৬ ডিসেম্বর অযোধ্যায় যে ঘটনাটি ঘটেছিল বাল ঠাকরে-সহ শিবসেনা নেতৃত্ব তার কৃতিত্বের অংশীদার। যদিও মজার ঘটনা হল আজ অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপান ও ভূমি পুজোয় আমন্ত্রিতর তালিকায় শিবসেনার নাম নেই। এদিন সামনা’র সম্পাদকীয়তে শিবসেনা বলেছে, “শিবসৈনিকের হাতে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর বালা সাহেব ঠাকরে হিন্দুদের হৃদয়ে সম্রাটের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। সেই সময় বাবরি মসজিদ ধ্বংসে মূল ভূমিকা নিয়েও আজ রাম মন্দিরের ভূমি পুজোয় বা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিবসেনা আমন্ত্রিত নয়।”