অখিলেশ যাদব (Photo Credits: IANS)

লখনউ, ৩ ডিসেম্বর: দেশে নারী নির্যাতনের হার ক্রমশ বেড়েই চলেছে। সোমবার এনিয়ে মুখ খুলে বিজেপিকে এক হাত নিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি অভিযোগ করে বলেন, অনুষ্ঠান হোক বা অফিস, এদেশের মহিলারা এখন বাড়ির বাইরে যেতে রীতিমতো ভয় পাচ্ছেন। একটা আতঙ্ক তাঁদের তাড়া করে বেড়াচ্ছে। বর্তমানে ভারতে মহিলাদের উপরে অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে। সংবাদ সংস্থা এএনআই-এর এই প্রশ্নের উত্তরেই নিজের মতামত ব্যক্ত করেন অখিলেশ যাদব। তিনি বলেন, “বিজেপির শাসনে দেশের মহিলারা নিরাপদ নন। কাজে যান আর অনুষ্ঠানে অংশ নিতে যান, মহিলারা বাড়ির বাইরে পা রাখতেই ভয় পাচ্ছেন। যে কোনও সভ্য সমাজের কাছেই এই ঘটনা নিন্দনীয়।” আরও পড়ুন-Chandrayaan 2: নাসার টুইট, চাঁদের বুকে মিলল চন্দ্রযান-২ বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ

দেশে নারীদের উপরে ক্রমবর্ধমান যৌন নির্যাতনের ঘটনা নিয়ে এর আগেই নিজেদের মতামক দিয়েছে জাতীয় মানবাধিকার রক্ষা কমিশন (National Human Rights Commission)। রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এনিয়ে কেন্দ্রকে নোটিসও ধরিয়েছে করেছে কমিশন। একইভাবে নোটিস গিয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলেও। এই ধরনের যৌন নির্যাতনের ঘটনায় কীভাবে সেখানকার প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। দোষীর শাস্তির ব্যবস্থা কী করা হচ্ছে। তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। একই সঙ্গে এসব ক্ষেত্রে নির্ভয়া ফান্ডের যে তহবিল রয়েছে তার ব্যবহারবিধিও জানতে চেয়েছে।