বুধবার দুই রাজ্যে নতুন রাজ্যপাল (Governor) নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan) থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘোষণা করে খুব খুশি যে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব (Governor of Tripura) পাচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু (Indra Sena Reddy Nallu) ও ওড়িশার দায়িত্ব পাচ্ছেন (Odisha) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Governor) রঘুবর দাস (Raghubar Das)। আরও পড়ুন: Kirti Nagar Fire: দাউদাউ করে জ্বলছে দিল্লির ফার্ণিচারের দোকান, ভয়ানক ভিডিয়ো
President Droupadi Murmu is pleased to make the following appointments- Indra Sena Reddy Nallu as Governor of Tripura and Raghubar Das as Governor of Odisha: Rashtrapati Bhavan
— ANI (@ANI) October 18, 2023