নয়াদিল্লি: আর কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও ছত্তিশগড়ে (Chhattisgarh)। সূত্রের খবর, সেই সংক্রান্ত বিষয়-সহ অন্য ব্যাপারে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে (Parliament Annexe building) মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ৪৬ জন এনডিএ সাংসদদের (NDA MPs) সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
এই বৈঠকে তিনি ছাড়াও থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar), বিজেপি নেতা (BJP leader) কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaywargiya), লাল সিং আর্য (Lal Singh Arya) ও সরোজ পান্ডের (Saroj Pandey)। আরও পড়ুন: Jammu and Kashmir: ২০১৮ থেকে জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত কাশ্মীরে শহিদ হয়েছেন ৩১৯ জন নিরাপত্তারক্ষী, রাজ্যসভায় জানাল কেন্দ্র
PM Narendra Modi to hold a meeting with 46 NDA MPs from Madhya Pradesh and Chhattisgarh today evening in the Parliament Annexe building. Union ministers Rajnath Singh, Amit Shah, Narendra Singh Tomar will be present in the meeting. BJP leaders Kailash Vijaywargiya, Lal Singh… pic.twitter.com/hxMdNfvtIO
— ANI (@ANI) August 9, 2023