P Chidambaram: কংগ্রেসের সদর দফতরে বসে প্রেস কনফারেন্সে নিজেকে নির্দোষ দাবি চিদম্বরমের, পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকলেন সিবিআই কর্তারা
পি. চিদম্বরম (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২১ আগস্ট: P Chidambaram Reaches Congress Headquarters: সারাদিন গায়েব থাকার পর হঠাৎ উদয় হলেন পি. চিদম্বরম ( P Chidambaram)। গতকাল সন্ধ্য়া থেকে নিখোঁজ থাকার পর অবশেষে আজ সন্ধ্যায় নিজেকে প্রকাশ্যে আনলেন কংগ্রেসের শীর্ষস্তরের নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিবিআইয়ের হাজিরা অগ্রাহ্য করে বেপাত্তা থাকা চিদম্বরম সটান খোদ কংগ্রেসের সদর দফতরে বসে প্রেস কনফারেন্সে নিজেকে নির্দোষ দাবি করেন। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন এমন অবস্থায় চিদম্বরম তার পার্টির সদর দফতরে বসে প্রেস কনফারেন্স করতে থাকেন।

নাটকীয় প্রেস কনফারেন্সে এসে চিদম্বরম দাবি করেন, 'আইএনএক্স মিডিয়া মামলায় আমি বা আমার পরিবারের কেউ জড়িত নয়। আদালতে আমার নামে কোনও চার্জশিট পেশ করেনি সিবিআই বা ইডি।'

আজ সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হয়নি চিদম্বরমের। প্রধান বিচারপতি অযোধ্যা মামলায় ব্যস্ত থাকায়, তাঁর জামিরে আবেদনের শুনানি হয়িন। এই শুনানি হবে শুক্রবার। তবে তাঁর দল কংগ্রেস ও গান্ধী পরিবার এই বিপদে পাশে দাঁড়িয়েছে। INX কেসে তিনি বা তাঁর পরিবারে কেসে কোনও অনিয়ম করেননি বলে চিদম্বরম জানান। প্রাক্তন অর্থমন্ত্রীকে ধরতে ছুটে আসে ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) দল। হানা দেয় কংগ্রেসের সদর দফতরে। চিদম্বরমের বাড়ির দরজা বন্ধ থাকায়, পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢোকেন সিবিআই কর্তারা।

কাল থেকে তাঁকে খোঁজা হচ্ছিল। কিন্তু কিছুতেই খোঁজ মিলছিলোনা তাঁর। তাঁর আইনজীবী কপিল সিব্বল দাবি করে জানান, তিনি গা ঢাকা দেননি। এমন কিছু তিনি করবেনও না। সারা সন্ধে নিজের অফিসেই তিনি ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সারাদিন তাঁকে নিয়ে জল্পনার পর অবশেষে দিল্লির কংগ্রেস সদর দফতরে হাজির হলেন তিনি। সাংবাদিক বৈঠক করে তিনি জানান-' আইএনএক্স মিডিয়া মামলা আমি অভিযুক্ত নই। আমার পরিবারেরও কেউ জড়িত নয়। সিবিআই ও ইডি আদালতে আমার নামে কোনো চার্জশীট পেশ করেনি।' 

আরও পড়ুন, আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে হেফাজতে নিতে পারবে সিবিআই

প্রসঙ্গত, গত ২৫ জুলাই চিদম্বরমের গ্রেপ্তারিতে অন্তর্বর্তিকালীন রক্ষা কবচ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীল গৌর। ওই দিনই রায়ের দিন ঘোষণা করেন মঙ্গলবার। আজ সেই মঙ্গলবার বিচারপতি গৌর চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন। এখন আইএনএক্স মিডিয়ায় বিনিয়োগ নিয়ে যে অসঙ্গতি রয়েছে সেই মামলায় জেরার জন্য চিদম্বরমকে গ্রেপ্তার করতে ইডি বা সিবিআই-কে আর কোনও বাধার মুখে পড়তে হবে না। ২০০৭-এ ইউপিএ জমানায় পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়ায় ৩০৫ কোটির বিদেশি অনুদানের অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠে।