Photo Credits: PTI

চেন্নাই: বিরোধীদের (Opposition) জোট ক্ষমতায় এলে ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) হতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu's CM) ও ডিএমকে (DMK) সুপ্রিমো এম কে স্ট্যালিনও (MK Stalin)। বুধবার চেন্নাইয়ে (Chennai) দাঁড়িয়ে এই মন্তব্য করে জল্পনা উসকে দিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান (NC chief) এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Jammu & Kashmir former CM Farooq Abdullah)।

চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য নিয়ে বুধবার বিভিন্ন মন্তব্য করছিলেন ফারুক আবদুল্লা। এপ্রসঙ্গে তিনি বলেন, "যখন আমরা সবাই একত্রিত এবং জয়ী হব তখন সবাই মিলে ঠিক করব কে নেতৃত্ব দেওয়ার জন্য সবথেকে উপযুক্ত ও দেশকে ঐক্যবদ্ধ করতে পারবেন। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয়, এম কে স্ট্যালিন কি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন? এর উত্তরে তিনি বলেন, কেন নয়? কেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না? এর মধ্যে ভুল কি আছে?"

ডিএমকে ও তার প্রধান এম কে স্ট্যালিন বিরোধী ঐক্যের জন্য যে প্রচেষ্টা করছেন বুধবার তার ভূয়সী প্রশংসা করেন ফারুক আবদুল্লা। বলেন, "আমি আশা করি এটা আরও শক্তিশালী হবে। আর আমার এটাও বিশ্বাস যে অন্য নেতা-নেত্রীরাও একই রকমের চিন্তা করবেন আর আমরা একটা আনন্দিত দেশের নাগরিক হয়ে উঠব। শুরুটা ভালোই হয়েছে। স্ট্যালিন ও ডিএমকে দেশের ঐক্যের জন্য প্রচুর চেষ্টা করছে। ভারত হলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক। যদি আপনি বৈচিত্র্যকে রক্ষা করতে পারেন তাহলে আপনি ঐক্যকেও রক্ষা করতে পারবেন। তাই কাশ্মীর (Kashmir) থেকে কন্যাকুমারি (Kanniyakumari) পর্যন্ত ভারতকে ঐক্যবদ্ধ করার কাজ করছে তারা।"