ভোপাল, ২৪ সেপ্টেম্বর: মাস্ক পরেন না। ইন্দোরের এক অনুষ্ঠানে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রকে (Narottam Mishra) মাস্ক ছাড়া দেখা সাংবাদিকরা প্রশ্ন করতেই উত্তর ছুঁড়ে দিলেন তিনি। “আমি এসব পরি না। আমি কোনও অনুষ্ঠানেই মাস্ক পরি না।” এদিক তথ্য বলছে, নিজে মাস্ক না পরলে কী হবে। রাজ্যের বাসিন্দাদের কেউ যদি মাস্ক না পরে বা কোভিড-১৯ নিয়ম কানুন না মানে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষপে নিতে দেরি করেন না নরোত্তম মিশ্র। সংবাদ সংস্থা এএনআই-এর আপডেট জানাচ্ছে, নিজের ভুল স্বীকার করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী। আরও পড়ুন-Arati Saha: ভারতীয় সাঁতারু আরতি সাহার ৮০-তম জন্মদিনে গুগলের ডুডল
My statement over wearing a mask appears to be a violation of law. It wasn't in line with sentiment of the PM. I accept my mistake and express regret. I'll wear mask. I also appeal to everyone to wear mask & observe social distancing: MP Home Minister Narottam Mishra (File photo) https://t.co/Lr7nerQdwt pic.twitter.com/crOoLIRkTh
— ANI (@ANI) September 24, 2020
#WATCH Madhya Pradesh Home Minister Narottam Mishra says, "I don't wear it" when asked why is he not wearing a mask at an event in Indore. (23.09.2020) pic.twitter.com/vQRyNiG3ES
— ANI (@ANI) September 24, 2020
তিনি বলেন, “মাস্ক পরা সংক্রান্ত বিষয়ে আমার বিবৃতি আইন লঙ্ঘনকারী। এই বক্তব্য প্রধানমন্ত্রীর অনুভূতির সঙ্গে একেবারেই যায় না। আমি আমার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করছি। আমি মাস্ক পরব। সকলের কাছে আমার অনুরোধ, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।” বুধবার ইন্দোরে দুটি জনসমাবেশে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র। সেখানে তাঁকে মাস্ক ছাড়াই অন্যান্য নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আলোচনা করতে দেখা যায়। সেভাবে ছবিও তোলান তিনি। এমনকী, সভায় আমন্ত্রিতদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় তাঁকে। এক্ষেত্রে নরোত্তম মিশ্র মাস্ক না পরলেও তাঁর আশপাশের সবার মুখেই ছিল মাস্ক। তবে সামাজিক দূরত্ব বিধির ছিটেফোঁটাও অবশিষ্ট ছিল না।