Manmohan Singh Urges PM Narendra Modi: মিথ্যা তথ্য নয়, ভারতীয় ভূখণ্ড রক্ষা করতে গিয়ে শহিদ জওয়ানদের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে, মোদিকে মনে করিয়ে দিলেন মনমোহন
মনমোহন সিং ও নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২২ জুন: লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের লাল ফৌজের হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। এই ঘটনার পর থেকেই বিরোধীরা বার বার কেন্দ্রের কাছে জানতে চেয়েছে সীমান্তে চিনের সঠিক অবস্থান। শুক্রবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় ভূখণ্ডে চিনের সেনা ঢুকে পড়েনি। দখল নেয়নি বা কোনও সেনা চোকি দখল হয়ে যায়নি। তাহলে রাতরাতি ২০ জন সেনা জওয়ান যে লাল ফৌজের হামলায় শহিদ হলেন, তাঁরা কি তাহলে চিনা ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন? সোমবার প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন ডক্টর মনমোহন সিং (Manmohan Singh)। তিনি বলেন, “আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই মিথ্যা তথ্য দেওয়া কূটনীতি নয়, তা মজবুত নেতৃত্বের কাজও নয়। সত্যিটা কখনওই চেপে রাখা যায় না।”

এদিকে নরেন্দ্র মোদির বিবৃতির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে চিনের অবস্থান যে আরও পোক্ত হল তানিয়ে কোনও সন্দেহ নেই। প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিং এদিন বলেছেন, “গত এপ্রিল মাস থেকে বারবার গলওয়ান উপত্যকা ও প্যাঙ্গং লেকের কাছে ঢুকে পড়ে চিন অতিশয় নির্লজ্জ ভাবে ও বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ডের অংশকে তাদের বলে দাবি করছে। ওদের হুমকি ও হম্বিতম্বির সামনে আমরা মাথা নত করতে পারি না। প্রধানমন্ত্রীর কথাকে ব্যবহার করে তাদের দাবির যথার্থতা প্রমাণের সুযোগও দিতে পারি না। সরকারের উচিত সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে এই সংকটের মোকাবিলা করা। আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে বা পদক্ষেপ করছে (লাদাখ সংঘাত নিয়ে) তা দিয়েই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিচার করবে। তাই জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে কোনও মন্তব্য বা ঘোষণা করার সময়ে প্রধানমন্ত্রী যেন শব্দের ব্যবহার নিয়ে সতর্ক থাকেন।” আরও পড়ুন-Jammu and Kashmir: পুঞ্চের কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাক সেনার মুহুর্মুহু গোলাগুলি, শহিদ ১ সেনা জওয়ান

লাদাখ সংঘাত নিয়ে বিবৃতি দিয়ে ঘরোয়া রাজনীতিতে এখন রীতিমতো কোণঠাসা নরেন্দ্র মোদি। এমতাবস্থায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মোদিকে আরও কোণঠাসা করতে বদ্ধপরিকর। মনমোহন সিং এদিন বোঝাতে চেয়েছেন, সরকারকে সত্যি অবস্থান তুলে ধরতে হবে। শহিদদের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। নইলে তা দেশের সঙ্গে ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে।