Margaret Alva On Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাহসের প্রতীক’ বললেন মার্গারেট আলভা
Mamata Banerjee & Margaret Alva

দিল্লি, ২২ জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে “সাহসের প্রতীক” বললেন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva On Mamata Banerjee)। গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃনমূল কংগ্রেস। কারণ তাঁরা বিজেপি প্রার্থী জগদীপ ধনখড়কে সমর্থন করবেন না। আর বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম যখন সর্বোতো ভাবে  নির্দিষ্ট করা হল, তখন তৃণমূলের পরামর্শ নেওয়া হয়নি। তাই তৃণমূল এই ভোটদানে থাকছে না।

পড়ুন টুইট

যদিও তৃণমূলের গোসাঁ দূর করতে আসরে নামলেন স্বয়ং প্রার্থী মার্গারেট আলভা। তিনি  এক  টুইট বার্তায়  বলেন,  “ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে তৃণমূল কংগ্রেসের বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা অহংবোধ বা রাগের সময় নয়। এটা নেতৃত্ব, সাহস ও একতাবোধের সময়। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সাহসের প্রতীক। তিনি বিরোধীদের পাশে থাকবেন। ”