Arvind Kejriwal: ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়বে আপ, বললেন কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: Agencies)

নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর: ২০২২-এ উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি। মঙ্গলবার একথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই প্রথম উত্তর প্রদেশের নির্বাচনে অংশ নিচ্ছে আম আদমি পার্টি। রাজ্যের নির্বাচন থেকে ২০১৭-সালে দূরেই ছিল আম আদমি পার্টি। গত বেস কয়েকদিন ধরে দেখা গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল দেশজুড়ে চলতে থাকা কৃষক আন্দোলনের সমর্থনে কথা বলছেন। সোমবার এনিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে কটাক্ষ করতেও ছাড়েননি কেজরিওয়াল। তিনি যে শুরু থেকেই কৃষক আন্দোলনের পক্ষে রয়েছেন তা মনে করাতে ভোলেননি। আরও পড়ুন-KMC Election: ফেব্রুয়ারির শেষেই হোক কলকাতা পুরসভার ভোট, চাইছে রাজ্য

দিল্লিতে আম আদমি পার্টির শক্ত ঘাঁটি রয়েছে। ২০১৭-তে পাঞ্জাব, গোয়া এবং গুজরাটে নির্বাচনে লড়েছিল আম আদমি পার্টি। ২০১৮-তে মেঘালয়, নাগাল্যান্ড, ছত্তিশগড় ও রাজস্থানে নির্বাচনী লড়াইতে অংশ নেয় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একইভাবে ২০১৯-এ ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ওড়িশা বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল আপ।