Photo Credits: ANI

জব্বলপুর: মধ্যপ্রদেশের (MP) জব্বলপুরে (Jabalpur) জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। প্রশ্ন তোলেন মোদি কেন জাতিগত জনগণনা (caste-based census) করছেন তা নিয়েও।

এপ্রসঙ্গে বলেন, "আমি যখন জাত-ভিত্তিক আদমশুমারির প্রশ্ন তুলেছিলাম, তখন প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারতে কোনও বর্ণ নেই। সেখানে শুধু গরীব। আমি কন্যাকুমারি (Kanyakumari) থেকে কাশ্মীর (Kashmir) হেঁটে ৪ হাজার কিমি। যেখানেই গেছি, সবচেয়ে বড় সমস্যা ছিল বেকারত্ব (unemployment) ও মুদ্রাস্ফীতি (inflation)।" আরও পড়ুন:

দেখুন ভিডিয়ো: