জব্বলপুর: মধ্যপ্রদেশের (MP) জব্বলপুরে (Jabalpur) জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। প্রশ্ন তোলেন মোদি কেন জাতিগত জনগণনা (caste-based census) করছেন তা নিয়েও।
এপ্রসঙ্গে বলেন, "আমি যখন জাত-ভিত্তিক আদমশুমারির প্রশ্ন তুলেছিলাম, তখন প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারতে কোনও বর্ণ নেই। সেখানে শুধু গরীব। আমি কন্যাকুমারি (Kanyakumari) থেকে কাশ্মীর (Kashmir) হেঁটে ৪ হাজার কিমি। যেখানেই গেছি, সবচেয়ে বড় সমস্যা ছিল বেকারত্ব (unemployment) ও মুদ্রাস্ফীতি (inflation)।" আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো:
#WATCH | Jabalpur, MP: While addressing a public rally, Congress MP Rahul Gandhi says, "...When I raised the question of the caste-based census, PM Modi said there is no caste in India. There are only poor... I walked from Kanyakumari to Kashmir for 4,000 km... Wherever I went,… pic.twitter.com/w2a8gg3uZb
— ANI (@ANI) November 9, 2023