বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা (Photo Credit: ANI)

দিল্লি, ২৬ আগস্ট: শয়তানের নজর পড়ছে দলের উপরে। তাই আমাদের জাতীয় নেতারা এক এক করে পরলোকে গমন করছেন। গোটা ঘটনার জন্য দায়ী বিরোধী রাজনৈতিক শিবির। বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর জন্য বিরোদীদের দুষলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। এই বিজেপি সাংসদ এদিন সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, বিজেপি দলটির উপরেই নাকি শয়তানের নজর পড়েছে, তাই বর্ষীয়ান নেতানেত্রীদের মৃত্যু ঘটছে।

তিনি জানান, বেশ কিছুদিন আগে এক মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। ওই মহারাজ তাঁকে বলেছিলেন একথা যে, খুব শিগগির বিজেপির দু্র্দিন আসছে। বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ‘মড়ক শক্তি’ ('marak shakti') প্রয়োগ করবে। তারপর একে একে প্রখ্যাত বিজেপি নেতৃবৃন্দ, যাঁদের দৌলতে বিজেপি আজ জনপ্রিয়তার শিখরে, একে একে তাঁদের মৃত্যু হবে। সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের (Pragya Thakur) দাবি, তিনি মহারাজের এই ভবিষ্যৎ বাণী ভুলে গিয়েছিলেন। এদিকে এরই মধ্যে মনোহর পার্রীকর, সুষমা স্বরাজ ও অরুণ জেটলি প্রয়াত হয়েছেন। এতদিন বাদে এই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন। মহারাজের বাণীই যে ফলছে সে বিষয়ে তিনি নিশ্চিত। এমনিতেই সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। খুনের দায়ে জেলের সাজা ভোগের প্রসঙ্গ থেকেই একেবারে নিরপরাধ প্রমাণিত হয়ে সোজা রাজনীতির রণাঙ্গনে। লোকসভা নির্বাচনে জিতে এখন সাংসদ, তবে বিতর্ক তেকে যে দূরে থাকতে পারেন না। তা তাঁর এদিনের বক্তব্যই প্রমাণ করে দিল, নয়া বিতর্কে জড়ালেন এই বিজেপি সাংসদ। আরও পড়ুন-ক্যুরিয়ারের পার্সেল খুলতেই ফনা তুলে গোখরো, কী হল তারপর?(দেখুন ভিডিও)

উল্লেখ্য, চলতি বছরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই প্রয়াত হয়েছেন। গত শনিবার চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি (Arun Jaitley)। বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর আগে চলতি মাসের ৬ তারিখে প্রয়াত হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ (Sushma Swaraj)। গত ১৭ মার্চ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রীকর (Manohar Parrikar)শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।