সন্দেশখালির আন্দোলনকারী তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার ব্যক্তিগত তথ্য জনসাধারণের কাছে ফাঁস করার অভিযোগে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya) বিরুদ্ধে তপসিলি জাতি ও উপজাতি কমিশনে অভিযোগ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন রেখা পাত্র, সেই প্রতিবাদী মহিলাকেই বসিরহাটে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে।সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেছেন।এবং তাঁদের সঙ্গে হওয়া অত্যাচারের বিচারের আশ্বাস দিয়েছেন। শুধু এস সি এস টি কমিশন নয়, দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya) বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে (National Commission For Women)গিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এসসি-এসটি আইনের অধীনে "তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন এবং তার চরিত্র হনন করার জন্য টিএমসি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনগুলিকে অনুরোধ করেছেন।
মূলত বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করেছে তৃণমূল। সন্দেশখালির আন্দোলনকারী রেখা ভণ্ডামি করছেন বলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে জুড়ে গিয়েছেন। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে তৃণমূলের কটাক্ষ, পরের বার রেখাকে ফোন করবেন, ওঁর স্বাস্থ্য সাথী কার্ডের ব্যাপারে খোঁজ নিতে ভুলবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন তৃণমূল নেতৃত্বের ব্রেনচাইল্ড স্বাস্থ্য সাথী কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাড়িয়ে গেছে। এই পোস্টকে ধরেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট করা হয়েছে। যেখানে তাঁর ফোন নং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং, এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার পরেই তপসিলি জাতি ও উপজাতি কমিশনে অভিযোগ করেছেন রেখা।
BREAKING NEWS 🚨 Bengal BJP candidate and Sandeskhali woman Rekha Patra moves to SC Commission against TMC candidate for allegedly leaking her private details to public.
Rekha Patra had highlighted the plight of women in West Bengal's Sandeshkhali & PM Modi recently talked to… pic.twitter.com/RKdy6PApuJ— Times Algebra (@TimesAlgebraIND) March 29, 2024