হাবড়া, অশোকনগর, রাজারহাট নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা-এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এই লোকসভা কেন্দ্র। তৃণমূল জন্মলগ্ন থেকেই এই লোকসভা জিতে আসছে। যদিও ২০০৪ লোকসভায় এখানে জিতেছিলেন ফরওয়ার্ড ব্লকের সুব্রত বসু। তবে গত দু বছর ধরে এখান থেকে জিতছেন তৃণমূলের দাপুটে নেত্রী কাকলী ঘোষ দস্তিদার।
২০১৯ লোকসভা ভোটের প্রার্থীরা
কাকলী ঘোষ দস্তিদার (তৃণমূল)
মৃণাল কান্তি দেবনাথ (বিজেপি)
হরিপদ বিশ্বাস (ফ.ব/বামফ্রন্ট)
সুব্রত দত্ত (কংগ্রেস)
তুষার ঘোষ (শিবসেনা)
মৌসুমী দাস (শিবসেনা)
২০১৪ লোকসভা ভোটের ফলাফল
কাকলী ঘোষ দস্তিদার (তৃণমূল)- ৫,২৫,৩৮৭টি ভোট
মোর্তাজা হোসেন (ফ.ব/বামফ্রন্ট)- ৩,৫২,২৪৬টি ভোট
পিসি সরকার (বিজেপি)-২,৯৬,৬০৮টি ভোট
ঋজু ঘোষাল (কংগ্রেস)- ৪০,৬৬০টি ভোট
ফলাফল- কাকলী ঘোষ দস্তিদার (তৃণমূল) জয়ী ১,৭৩,১৪১ ভোটের ব্যবধানে
কে এগিয়ে
হাড্ডাহাড্ডি লড়াই। তবে এগিয়ে কাকলী ঘোষ দস্তিদার (তৃণমূল)।