নতুন দিল্লি, ৩ মে: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) হান্দওয়ারায় (Handwara Encounter) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ৫ জন নিরাপত্তারক্ষী (Security Personnel)। শহিদ নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "হান্দওয়ারায় শহিদ হওয়া আমাদের সাহসী সেনা ও সুরক্ষা কর্মীদের শ্রদ্ধা। তাঁদের বীরত্ব ও ত্যাগ কখনও ভোলা যাবে না। তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন এবং আমাদের নাগরিকদের রক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা।"
সম্প্রতি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ও জঙ্গি কার্যকলাপ বেড়েছে। সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে জঙ্গিদের একটি দল কাশ্মীরে যে অনুপ্রবেশ করেছে, সে খবর নিরাপত্তা বাহিনীর কাছে ছিল। গোয়েন্দা সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতেই গত কয়েক দিন ধরে হান্দওয়ারায় জঙ্গল ও গ্রামগুলিতে তল্লাশিতে নামে তারা।শনিবার সকালে খবর আসে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দেওয়ারার চানাজমুলা গ্রামের এক বাসিন্দার বাড়িতে লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি। বাড়ির সদস্যদের পণবন্দি করে রেখেছে তারা। আরও পড়ুন: Handwara Encounter: হান্দওয়ারা এনকাউন্টারে নিকেশ শীর্ষ লস্কর কমান্ডার হাইদার
এরপরই ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে। দুপুর সাড়ে তিনটা নাগাদ পণবন্দি নাগরিকদের উদ্ধার করতে ওই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করেন যৌথ বাহিনীর সদস্যরা। সেসময়ই আচমকা ভিতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দিতে শুরু করে বাহিনীও। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর রাতে বন্ধ থাকে। রবিবার ভোর হতেই ফের শুরু হয়ে এনকাউন্টার। শহিদ হন রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল আশুতোষ শর্মা (Colonel Ashutosh Sharma), মেজর অনুজ সুদ, ল্যান্সনায়েক রাকেশ কুমার, ল্যান্সনায়েক দিলীপ সিং এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এসআই (SI) শাকিল কাজি।
এর আগে ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। টুইটে তিনি লিখেছেন, "আমাদের সেনা ও নিরাপত্তা কর্মীদের হারানো গভীর বেদনাদায়ক। তাঁরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্তমূলক সাহস দেখিয়েছেন এবং দেশের সেবা করার সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাঁদের সাহস ও ত্যাগকে কখনই ভুলব না।"