লখনৌ, ১ জুন: নির্বাচন প্রচার সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তামিলনাড়ুর বিবেকানন্দ রকে বসে ধ্যানে বসেছেন। আর এই ধ্যান নিয়ে বিজেপি-র তারকা অভিনেতা সাংসদ রবি কিষাণের অবাক করা দাবি। যোগী আদিত্যনাথের গড় হিসেবে পরিচিত গোরক্ষপুরের বিদায় সাংসদ তথা বিজেপি প্রার্থী রবি কিষাণ (Ravi Kishan) বললেন, দেশের বিভিন্ন জায়গায় যে ভয়াবহ তাপপ্রবাহ চলছে তা এবার কমে যাবে। কারণ প্রধানমন্ত্রী সূর্য ভগবানকে শান্ত করার জন্য ধ্যান করছেন।" সঙ্গে রবি কিষাণ দাবি করেন, মোদীর ধ্যানের ফলে আর কাউকে তাপপ্রবাহের কারণে মরতে হবে না।
আজ, শনিবার গোরক্ষপুরে ভোট দেওয়ার পর সেখানকার বিজেপি তারকা প্রার্থী রবি কিষাণ দাবি করেন, গরমের সঙ্গে এখানে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটাও প্রধানমন্ত্রীর ধ্যানের জন্যই হচ্ছে। আবার মোদী সরকার দেশে ক্ষমতায় এসেছে ভারতকে সোনার পাখি বানিয়ে দেবে, দুনিয়ার আর কোনও শক্তির কাছে ঝুঁকতে হবে না।" ইউপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ বলিউড তথা ভোজপুরী তারকা রবি কিষাণ এর আগেও মোদীর প্রশংসার সুর চড়াতে গিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছিলেন। ২০১৯ লোকসভায় প্রথমবার গোরক্ষপুর থেকে সাংসদ হন রবি কিষাণ। রবি কিষাণের মতই বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানওয়াতও বিজেপির প্রার্থী হয়ে মান্ডি থেকে লড়ে মোদীর স্তুতির মাত্রা বাড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন। আরও পড়ুন-ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের
দেখুন ভিডিয়ো
PM Modi is doing meditation to calm down Lord Surya.
Heatwave will go down now & people won't die of heatstroke anymore.
— Ravi Kishan (Modi Ka Parivar) #ExitPoll #loksabha_elections_2024 pic.twitter.com/Zef867n6hJ
— Ankit Mayank (@mr_mayank) June 1, 2024
মোদীর ধ্যান এখন মিডিয়ার প্রধান কভারেজের বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করছেন। নরেন্দ্র মোদীকে মুখ করেই এবার লোকসভা ভোটে চারশোর বেশী আসনে জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। দলের প্রতীকের চেয়েও বড় হয়ে উঠেছে মোদীর ক্যারিশ্মা। মোদী ঝড় উঠলে বিজেপির পক্ষে সব সংখ্যা ছোঁয়ায় সম্ভব, আর সেটা না হলে মুশকিলে পড়বে পদ্ম শিবির। বিজেপির সব ছোট বড় নেতা, সাংসদ, মন্ত্রীরাই শুধু ব্র্যান্ড মোদীতে