কলকাতা, ০১ মে: গত শুক্রবার থেকে বিবেকানন্দ রকে ধ্যান করতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভোটপর্ব মিটলেই ধ্যান ভাঙবেন তিনি। তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গতকাল রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে সমালোচনা শুরু করেছিলেন। এবার এই নিয়ে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন ভোট দিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ধ্যান তো ভালো জিনিস, এটা করা উচিত। কিন্তু যদি ধ্যান সত্যিই করতে হয় তাহলে ঘরে বসে করুক। মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে আসার চেষ্টা করছেন উনি। এই ধ্যানের পর্ব থেকে মিডিয়ার চমক তৈরি করা এবং এমন কাজ প্রধানমন্ত্রীর মর্যাদার কারোর কাছে অনভিপ্রেত এবং অশোভন"।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এবারেই প্রথমবার নির্বাচনী প্রচার সেরে ধ্যান করতে অন্যত্র চলে যাননি। এর আগে ১৯-এর লোকসভা নির্বাচনের সময়েও প্রচার শেষ করে কেদারনাথ চলে গিয়েছিলেন। সেবারে খরচ হয়েছিল কয়েক কোটি টাকা। এবারেও মোদী কন্যাকুমারী যাত্রাতেও খরচ হয়েছে টাকা। বিরোধীদের প্রশ্ন, এত টাকা আসছে কোথা থেকে? আর প্রচারের পরেও এই ধরনের সফরের মাধ্যমে জনগণের নজরে থাকতে চাইছেন তিনি। আর তাই জন্য তাঁর এই ধ্যানের খবর সংগ্রহ করার জন্য সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত ৩০ সেকেন্ডের ভিডিওর জন্য ৯টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এবারে একদিকে যখন দক্ষিণ কলকাতার বুথে গিয়ে ভোট দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন অন্যদিকে তাঁর কেন্দ্র ডায়বন্ড হারবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। সিপিএম ও আইএসএফ কর্মী ও নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকী একাধি জায়গায় ছাপ্পা ভোট, বুথ জ্যাম, নকল এজেন্টেকে বুথে বসানোর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।