নয়াদিল্লিঃ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে (Independence Day 2024)জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। আজ, ১৫ আগস্ট সকালে রাজঘাট থেকে লালকেল্লায়(Red Fort) পৌঁছেছেন মোদী। তাঁর সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh) ও তিন বাহিনীর প্রধানরা। সকাল ৭ টে বেজে ৩০ মিনিটে জাতীয় পতাকা(National Flag) উত্তোলনের মাধ্যমে এদিনের শুভ সূচনা করেন নমো। এরপর এক-এক করে নানা ইস্যু নিয়ে ভাষণ দেন। আর এ বার তাঁর বক্তব্যে উঠে এল এক দেশ, এক নির্বাচনের প্রসঙ্গ। তাঁর কথায়, " ঘন ঘন নির্বাচন দেশের অগ্রগতিতে বাঁধা দিচ্ছে। তাই লালকেল্লা থেকে, আমি রাজনৈতিক দলগুলিকে 'এক জাতি, এক নির্বাচন' এই ভাবনাকে সমর্থন করার আহ্বান জানাই। যাতে আমরা ভারতের অগ্রগতিতে সাহায্য করতে পারি।" এ ছাড়া ধর্মের ভিত্তিতে বৈষম্য থেকে মুক্তি প্রয়োজন বলেই মনে করছেন নমো। শুধু তাই নয়,দেশের জন্য নিরপেক্ষ আইন প্রয়োজন, আধুনিক সমাজে ভুল আইনের কোনও স্থান নেই বলেই বিশ্বাস করেন মোদী, এমনটাই জানান শেষে।
শুনুন 'এক দেশ এক নির্বাচন' প্রসঙ্গে কী বলছেন মোদী
Delhi: PM Modi says, "Frequent elections in the country are hindering progress...From the Red Fort, I urge political parties to support 'One Nation, One Election' so that we can advance India's progress" pic.twitter.com/JzAO75CI6z
— IANS (@ians_india) August 15, 2024