নতুন দিল্লি, ৩০ অক্টোবর: বিশ্ব নবী দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে দেশজুড়ে ভাতৃত্ববোধ জাগ্রত রাখার আশা প্রকাশ করেছেন তিনি। বলেছেন, “মিলাদ-উন-নবীর শুভেচ্ছা (Eid-E-Milad-Un-Nabi)। আশা করি এই দিনটি সর্বত্র সমবেদনা এবং ভ্রাতৃত্বকে আরও বাড়িয়ে তুলবে। সবাই সুস্থ ও সুখী হোক। ঈদ মোবারক।” হজরত মহম্মদ (সা.) এর জন্মদিবস ও ওফাত দিবস উপলক্ষে ঈদ-ই-মিলাদ-উন-নবী পালিত হয়ে বিশ্বজুড়ে। এই দিনটিকে ফতেহা দোয়াজ দহমও বলা হয়েছে। আবার কেউ কেউ বলেন মাওলিদ-আল-নবী-আল শরিফ। মাওলিদ আরবি মূল শব্দ থেকে উদ্ভূত যার অর্থ বাচ্চা পালন অথবা বংশধর জন্ম দেওয়া। হিজরি সালের তিন নম্বর মাস রবিউল আওয়াল। সেই মাসের ১২ তারিখই হল বিশ্ব নবী দিবস। আরও পড়ুন-Andhra Pradesh Road Accident: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভ্যান উল্টে মৃত ৬
প্রধানমন্ত্রীর টুইট
Best wishes on Milad-un-Nabi. Hope this day furthers compassion and brotherhood all across. May everybody be healthy and happy. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 30, 2020
এই দিনের উদযাপন ইসলামের শুরুর কথা মনে করায়। সেই সময়হজরত মহম্মদকে স্মরণ করে অনেক গজল লেখা হয়।