অন্ধ্রপ্রদেশ, ৩০ অক্টোবর: বিপদ যেন কোনওভাবেই অন্ধ্রপ্রদেশের পিছু ছাড়ছে না। এবার বিয়েবাড়ির ভ্যান উল্টে মৃত্যু হল ৬ জনের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Road Accident) পূর্ব গোদাবরী জেলার থান্টিকোন্ডা গ্রামে। বরযাত্রী বোঝাই ভ্যানটিতে ছিলেন মোট ১৫ জন। দুর্ঘটনায় আহত বাকিদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম গোদাবরী জেলায় বৃহস্পতিবার আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঝরনাতে সাঁতার কাটতে গিয়ে এদিন ছয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি বসন্তবড়া গ্রামের ভেলেরুপাডু মণ্ডলের। এভাবে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। বসন্তবড়া গ্রামের কাছেই রয়েছে পেডাভাগু ঝরনা। ওই এলাকাটি সুপরিচিত পিকনিক স্পট। আরও পড়ুন-Mahathir Mohamad: ‘লাখো ফরাসী জনতাকে খুনের অধিকার মুসলিমদের রয়েছে’, বিতর্কিত টুইটের জেরে নেটিজেনদের নিশানায় মহাথির মহম্মদ
Andhra Pradesh: Six people died after their van overturned in Thantikonda village of East Godavari district last night. Injured shifted to a hospital. The van, that was returning from a wedding, was carrying 15 people.
— ANI (@ANI) October 30, 2020
পরিবারের সঙ্গে ওই পড়ুয়ারা পিকনিকে গিয়েছিল সেখানে। তারপর ঝরনাতে নেমে সাঁতার কাটতে যেতেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে ৭০ শতাংশ পথদুর্ঘটনার নেপথ্যে রয়েছে বেপরোয়া গতি। গত ১ বছরে অন্ধ্রপ্রদেশে পথদুর্ঘটনার বলি ৮ হাজার।