Special Prayer On Modi's Birthday (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi Birthday) ৭৫ বছরে পড়লেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন গোটা বিশ্বের শক্তিধর দেশের রাষ্ট্রনেতারা। যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অন্যতম। ভারতের (India) উপর ৫০% শুল্ক বাড়ানোয়, ট্রাম্পের ফোন ধরেননি প্রধানমন্ত্রী। নতুন ভারত যে আমেরিকার দাদাগিরি সহ্য করবে না, তা ভালভাবে স্পষ্ট করে দেন মোদী। তাইতো, ১৬ সেপ্টেম্বর থেকে ঘড়ির কাঁটা ১৭ সেপ্টেম্বরে যেতেই মার্কিন মুলুক থেকে ফোন আসে দিল্লিতে।

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নরেন্দ্র মোদী যে গোটা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির নেতাদের মধ্যে অন্যতম, তা স্পষ্ট হয়ে যায় তাঁর জন্মদিনেই।

এবার তাই ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে শ্রীলঙ্কার কলম্বোয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কলম্বোর বোহরা মসজিদে এই প্রার্থনার আয়োজন করেন সেখানকার মানুষ। প্রধানমন্ত্রী মোদী যাতে সুস্থ থাকেন, ভাল থাকেন, সেই প্রার্থনা জানানো হয় তাঁর জন্মদিনের প্রাক্কালে।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী  মোদীর জন্মদিনে দুগ্ধ অভিষেকের আয়োজন করা হয় বারাণসীতে। গঙ্গার ঘাটেও বিশেষ অভিষেক করা হয়। কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। এসবের পাশাপাশি জয়াপুর গ্রামে বিশেষ স্বচ্ছ অভিযানেরও আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে।

আরও পড়ুন: PM Modi On Jaish Commander's Admission: 'ঘরে ঢুকে মারব, ভারত ভয় পায় না', অপারেশন সিঁদূর নিয়ে জইশ কমান্ডারের বক্তব্যের পর বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা কলম্বোর বোহরা মসজিদে...