দিল্লি, ১৭ সেপ্টেম্বর: জন্মদিনে ফের পাকিস্তানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi Birthday)। ৭৫ বছরের জন্মদিনে মধ্যপ্রদেশের ধরের জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী। আর সেখান থেকে অপারেশন সিঁদূর নিয়ে পাকিস্তানকে জোরদার কটাক্ষ করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভারত মাকে রক্ষা করা আমাদের কর্তব্য। তাইতো দেশের বীর জওয়ানরা অপারেশন সিঁদূরের মাধ্যমে পাকিস্তানকে মাথা নীচু করতে বাধ্য করেছে। পাকিস্তানের মাথা নামিয়ে এনেছে ভারতের পায়ের কাছে।
মোদী আরও বলেন, পাকিস্তানি (Pakistan) জঙ্গিরা যেমন ভারতের মা, বোনেদের সিঁথি থেকে সিদূর (Operation Sindoor) নিয়েছিল, তার পালটা জবাব দেশের বীর জওয়ানরা দিয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাকিস্তান চোখের পাতা ফেলতে না ফেলতে সে দেশের জঙ্গি ঘাঁটিগুলিকে ভারত গুঁড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মোদীর আরও সংযোজন, অপারেশন সিঁদূর যেমন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তার জেরে কান্নাকাটি শুরু হয়েছে সে দেশে। এটাই নতুন ভারত। কারও পরমাণু শক্তির আস্ফালনে ভারত ভয় পায় না। জঙ্গিদের দেশের ভিতরে ঢুকে মারবে। এটা সেই ভারত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তবে জইশ-ই-মহম্মদের নাম নেননি প্রধানমন্ত্রী। নাম উহ্য রেখেই পাকিস্তানি জঙ্গি সংগঠনকে তুমুল কটাক্ষ করেন মোদী।
প্রসঙ্গত এই প্রথম অপারেশন সিঁদূর নিয়ে মুখ খোলে জইশ-ই-মহম্মদ। জইশের কমান্ডারকে বলতে শোনা যায়, ভারতের অপারেশন সিঁদূরের জেরে মাসুদ আজাহারের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অপারেশন সিঁদূরের আঘাতে জইশ প্রধানের পরিবারের মৃত্যু হয়েছে বলে একটি অডিয়ো ক্লিপে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের কমান্ডারকে মন্তব্য করতে শোনা যায়।
গত ৭ মে যখন অপারেশন সিঁদূর শুরু হয়, সেই সময় পাক অধিকৃত কাশ্মীরের ভাওয়ালপুর জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনা। প্রায় চূর্ণবিচূর্ণ করে দেওয়া হয় জইশের ভাওয়ালপুর জঙ্গি ঘাঁটি। আর সেই সময়ই মাসুদ আজাহারের পরিবারের মৃত্যু হয়েছে বলে দাবি করে জইশের শীর্ষ স্থানীয় এক কমান্ডার।