নয়াদিল্লি: আগামীকাল সোমবার ৮ জানুয়ারি দু-দিনের গুজরাট সফরে (Gujarat visit) যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ৯ জানুয়ারি সকাল ৯.৩০ টায় গান্ধীনগরের (Gandhinagar) মহাত্মা মন্দিরে (Mahatma Mandir) পৌঁছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার (World Leaders) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক (bilateral meetings) করার পরেই বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও (CEO)-দের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। দুপুর তিনটের সময় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো (Vibrant Gujarat Global Trade Show)-র। আরও পড়ুন: রামবন যাত্রায় অযোধ্যা থেকে পায়ে হেঁটে দেড় হাজার কিমি পথ পেরিয়ে মহারাষ্ট্রে ইউপির মহিলা
Prime Minister Narendra Modi will visit Gujarat from 8-10 January 2023. On 9th January, at around 9:30 AM. Prime Minister will arrive at Mahatma Mandir in Gandhinagar, where he will hold bilateral meetings with World Leaders, followed by a meeting with CEOs of top global… pic.twitter.com/WMhWAoXNof
— ANI (@ANI) January 7, 2024
পরেরদিন ১০ জানুয়ারি সকাল ৯.৪৫ মিনিট নাগাদ মহাত্মা মন্দিরে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪ (Vibrant Gujarat Global Summit 2024)-এর উদ্বোধন করবেন মোদি। এরপর ফের বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠকের পর বিকেল ৫.১৫ মিনিটে প্রধানমন্ত্রী যাবেন গিফট সিটিতে (GIFT City)। সেখানে গ্লোবাল ফিনটেক লিডারশিপ ফোরামে (Global FinTech Leadership Forum) বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আরও পড়ুন: Ashwini Vaishnaw: কটকে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি মাঠে নেমে ফুটবলে শট অশ্বিনী বৈষ্ণবের, দেখুন ভিডিয়ো
On 10th January, at around 9:45 AM, Prime Minister will inaugurate Vibrant Gujarat Global Summit 2024 at Mahatma Mandir, Gandhinagar. Thereafter, he will hold a meeting with CEOs of top global corporations. Prime Minister will then travel to GIFT City where, at around 5:15 PM, he…
— ANI (@ANI) January 7, 2024