কটক: রবিবার ওড়িশার (Odisha) কটকের (Cuttack) আঠাগড়ে (Athagarh) গিয়ে বিজেপি কর্মীদের (BJP workers) সঙ্গে বৈঠক ও কথোপকথনের পর তিগিরিয়া ব্লকের (Tigiria block) পাঁচগাঁওয়ে (Panchgaon) একটি ফুটবল ম্যাচে (football match) অংশ নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Minister Ashwini Vaishnaw)। মাঠে নেমে এক শটে গোলে বল পাঠানোর পাশাপাশি ছবি তুললেন খেলোয়াড়দের মাঝে দাঁড়িয়েও। সেই সঙ্গে ওইখানে একটি স্টেডিয়ামের (stadium) জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদনও করেন কেন্দ্রীয় মন্ত্রী। আরও পড়ুন: Prayagraj's Triveni Sangam: প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে সাইবেরিয়ার পরিযায়ী পাখির দল, অপূর্ব ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Cuttack, Odisha: Union Minister Ashwini Vaishnaw met BJP workers at Athagarh and participated in a football match at Panchgaon in the Tigiria block. He also sanctioned Rs 50 lakhs for a stadium pic.twitter.com/evN0QRBFPV
— ANI (@ANI) January 7, 2024
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলেন, "দলকে কীভাবে আরও শক্তিশালী (stronger) করা যায় সেই বিষয়ে দলের কর্মীদের সঙ্গে বিস্তারিত বৈঠক হয়েছে। পাঁচগাঁও ফুটবল স্টেডিয়ামের (football stadium) উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাঁটিখালে (Ghantikhal) একটি ফ্লাইওভারেরও (flyover) অনুমোদন দেওয়া হয়েছে। রাজথগড় (Rajathgarh) এবং ঘাঁটিখাল রেলওয়ে স্টেশনে যাত্রী সুবিধার (passenger amenities) উন্নতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ের গেস্টহাউসে বন্দুক ও গুলি-সহ গ্রেফতার দিল্লির ৬ ব্যক্তি
দেখুন ভিডিয়ো:
#WATCH | Cuttack, Odisha: Union Minister Ashwini Vaishnaw says, "There was a detailed meeting with the party workers on how to make the party stronger. Rs. 50 lakhs have been sanctioned to develop the football stadium in Panchgaon. A flyover has also been sanctioned in… https://t.co/h3fuxwanEs pic.twitter.com/Usl13IbjKh
— ANI (@ANI) January 7, 2024