মুম্বই, ৭ জানুয়ারি: ভগবান রাম-মা সীতা ও লক্ষ্মণ যে পথ ধরে বনবাসে গিয়েছিলেন সেই পথ ধরেই হাঁটতে হাঁটতে মহারাষ্ট্রের রামেশ্বরমে এসে পড়লেন উত্তরপ্রদেশের এক মহিলা। অযোধ্যা থেকে তামিলনাড়ুর রামেশ্বরমে যাত্রার মাঝে এখন মহারাষ্ট্রে আছেন শিপ্রা পাঠক। রামের মহিমা প্রচারে গত ২৭ নভেম্বর অযোধ্যা থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন উত্তরপ্রদেশের বাঁদুনের বাসিন্দা শিপ্রা। এরপর 'রামবন গমন পথ যাত্রা'-য় ইউপি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়-তিন রাজ্য পাড় করে মহারাষ্ট্রে এসে পৌঁছলেন শিপ্রা।
দেখুন ভিডিয়ো
Shipra Pathak, from Badaun, Uttar Pradesh who started her journey on foot from Ayodhya to Rameshwaram on the 𝗥𝗮𝗺 𝗩𝗮𝗻 𝗚𝗮𝗺𝗮𝗻 𝗣𝗮𝘁𝗵 𝗬𝗮𝘁𝗿𝗮 reaches Maharashtra after crossing UP, Madhya Pradesh and Chhattisgarh for about 1500 km.
Set out on 27th November from… pic.twitter.com/DhHR2ylvNy
— All India Radio News (@airnewsalerts) January 7, 2024
গত ৪২ দিনে দেড় হাজার পথ অতিক্রম করলেন রাম নাম সঙ্গে করে। মহারাষ্ট্রের কুরেইয়ে শিপ্রা পা দিতেই তাঁকে ফিরকে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁর সঙ্গে পায়ে পায়ে ঢাক, ঢোল পিটিয়ে রাম নাম করে এগোতে থাকেন স্থানীয়রা। মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে তামিলনাড়ুর রামেশ্বরমে যাবেন শিপ্রা।