Photo Credits: ANI, wikimedia commons

নয়াদিল্লি: রবিবার ইউনেস্কোর (UNESCO) তরফে শান্তিনিকেতনে (Santiniketan) রবীন্দ্রনাথের বাড়িটিকে তাদের হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তারপরই চারিদিকে শুভেচ্ছার বন্যা। টুইট করে নিজের অনুভবের কথা শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)।

তিনি টুইট করেন, শান্তিনিকেতন হল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) দূরদৃষ্টি (vision) ও ভারতের ঐতিহ্যময় সংস্কৃতির (India's rich cultural heritage) পীঠভূমি। ইউনেস্কো যে তাদের বিশ্ব হেরিটেজ তালিকায় (World Heritage List) একে স্থান দিয়েছে। তা শান্তিনিকেতনককে আরও আলোকিত (Delighted) করবে। প্রতিটি ভারতীয়র জন্য এটা খুব গর্বের মূহূর্ত (proud moment)। আরও পড়ুন: Rahul Gandhi In Telangana: তেলাঙ্গানার সভা থেকে বিজেপি, বিআরএস ও মিম-কে তোপ, ভিডিয়োতে শুনুন রাহুল গান্ধীর বক্তব্য