হায়দরাবাদ: তেলাঙ্গানায় (Telangana) জনসভা করতে গিয়ে একযোগে বিজেপি (BJP), বিআরএস (BRS) ও মিম (AIMIM)-কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। প্রকাশ্যে একে অপরের বিরোধিতা করলেও এই তিনটি দলের মধ্যে গোপন যোগসাজশ আছে বলেও অভিযোগ করেন তিনি।
Telangana | Congress MP Rahul Gandhi says, "We call BRS party as 'BJP Rishtedaar Samithi." pic.twitter.com/AwDcvN1wNw
— ANI (@ANI) September 17, 2023
তিনটি দলের গোপন যোগসাজশের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, "প্রতিটি বিরোধী দলের নেতাদের নামে কিছু না কিছু মামলা (case) রয়েছে। ইডি (ED), সিবিআই (CBI) বা আয়কর দপ্তর (Income Tax Department) তাঁদের তলব করেছে। কিন্তু, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী বা মিম নেতাদের নামে কোনও মামলা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কোনওদিন নিজের লোকেদের আক্রমণ করেন না। তিনি আপনাদের মুখ্যমন্ত্রী ও মিম দলকে নিজের মনে করে। তাই তাঁর নামে কোনও মামলা হয়নি। তিনি দুর্নীতিতে (corruption) সমস্ত রেকর্ড ভেঙে ফেললেও তাঁর নামে কোনও মামলা হয়নি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Telangana: Congress MP Rahul Gandhi says, "In Telangana Congress is not just fighting with BRS, it is fighting with BRS, BJP and AIMIM..." pic.twitter.com/XY2D795BZl
— ANI (@ANI) September 17, 2023
তেলাঙ্গানার শাসক কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতিকে কটাক্ষ করে তিনি বলেন, "আমরা বিআরএসকে বিজেপি রিস্তেদার সমিতি (BJP Rishtedaar Samithi) বলে ডাকি। তেলাঙ্গানা কংগ্রেস (Telangana Congress) শুধু বিআরএসের সঙ্গে লড়াই করছে না। তারা বিআরএস, বিজেপি ও মিম-এর বিরুদ্ধে লড়াই করছে।" আরও পড়ুন: Congress: তেলঙ্গনায় ক্ষমতায় এলে মহিলাদের আড়াই হাজার, ৫০০ টাকায় গ্যাসের ঘোষণা সোনিয়া গান্ধীর
দেখুন ভিডিয়ো:
#WATCH | Telangana: Congress MP Rahul Gandhi says, "There is some case against every opposition leader. ED, CBI, and Income Tax Department are after all the opposition leaders but there is no case against Telangana CM, or there is no case against AIMIM leaders... PM Narendra Modi… pic.twitter.com/cayCJO2aCs
— ANI (@ANI) September 17, 2023