Photo Credits: ANI

আর ক মাস পরেই তেলঙ্গনায় বিধানসভা নির্বাচন (Telangana Elections 2023)। কেন্দ্রে কংগ্রেস সরকারে থাকাকালীন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গনা নামের নতুন রাজ্য গঠিত হয়েছিল। সেই তেলঙ্গনায় প্রথমবার ক্ষমতায় আসতে বড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেত্রী-সাংসদ সোনিয়া গান্ধী। তেলঙ্গনায় কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যবাসীকে ৬টি বড় উপহার দেবে বলে সোনিয়া ঘোষণা করলেন। তার মধ্যে তিনটি এদিন তেলঙ্গানার বড় জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন সোনিয়া।

কর্ণাটকের ধাঁচে তেলঙ্গনায় মহিলাদের বাস সফর পুরোপুরি বিনা খরচে করার কথা ঘোষণা করল কংগ্রেস। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে মাত্র ৫০০ টাকায় রাজ্যবাসীকে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলেও সোনিয়া নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া রাজ্যের প্রতিটি পরিবারের প্রধান বা সবচেয়ে বড় মহিলা সদস্যকে আড়াই হাজার টাকা দেওয়া হবে বলেও কংগ্রেস নেত্রী ঘোষণা করেন। কে চন্দ্রশেখর রাওয়ের সরকারকে সরিয়ে কংগ্রেসকে তেলঙ্গনায় সরকারে আনার ডাক দিয়েছেন সোনিয়া। বিজেপি ও বিআরএস-এর মধ্যে গোপন আঁতাত হয়েছে বলেও কংগ্রেস নেত্পী এদিন অভিযোগ করেন।

তেলঙ্গনায় কংগ্রেসের বাকি ৩টি উপহার আগামী দিনে ঘোষণা করা হবে। যার মধ্যে সরকারী চাকরি, বেকার ভাতা, বিদ্যুতের খরচ নিয়ে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তেলঙ্গানায় ক্ষমতায় এলে কংগ্রেসের বড় তিন প্রতিশ্রুতি:

১) পরিবারের সবচেয়ে বড় মহিলা সদস্যকে মাসে আড়াই হাজার টাকা।

২) মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার

৩) তেলঙ্গনায় যে কোনও সরকারী বাসে মহিলাদের বিনামূল্যে সফরের সুবিধা।

দেখুন দক্ষিণের রাজ্যে কংগ্রেসের জনসভার ভিডিয়ো

এদিন, পুর্নগঠিত হওয়ার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)-র সদস্যরা প্রথমবার তেলঙ্গনার হায়দরাবাদে বৈঠকে বসেন। লোকসভার পাশাপাশি দেশের আসন্ন চার রাজ্যের ভোট কৌশল নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কথা হয়।