Netaji's Statue At India Gate: আজ ইন্ডিয়া গেটে বসছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিশাল গ্রানাইট মূর্তি, উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
Netaji's statue (Photo: Twitter)

নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়া গেটে (India Gate নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি বিশাল মূর্তি (Statue Of Netaji Subhas Chandra Bose) উন্মোচন করবেন। ২৮ ফুট উচ্চতার জেট ব্ল্যাক গ্রানাইট (Black Granite) মূর্তিটি ইন্ডিয়া গেটের কাছে ক্যানোপির নীচে স্থাপন করা হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি সেই জায়গায় স্থাপন করা হবে যেখানে এই বছরের শুরুর দিকে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়েছিল।

নেতাজির মূর্তিটি ২৮০ মেট্রিক টন ওজনের গ্রানাইটের ব্লক থেকে খোদাই করা হয়েছে। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা। গ্রানাইটের এই মূর্তিটির ওজন ৬৫ মেট্রিক টন। ঐতিহ্যবাহী কৌশল এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে মূর্তিটি সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। মূর্তি নির্মাণে জড়িত দলটির নেতৃত্বে ছিলেন অরুণ যোগীরাজ। আরও পড়ুন: Bharat Jodo Yatra: দ্বিতীয় দিনে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা', কন্যাকুমারীর অগস্তেশ্বরম থেকে পদযাত্রায় রাহুল গান্ধী

২৮০ মেট্রিক টন ওজনের গ্রানাইট পাথরটি তেলেঙ্গানার খাম্মাম থেকে নতুন দিল্লি নিয়ে আসা হয়। ১ হাজার ৬৬৫ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য ১৪০ চাকার ১০০ ফুট লম্বা ট্রাক বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল।