নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রয়াত বলিষ্ঠ বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক টুইট বার্তায় তিনি বলেন, বাজপেয়ীর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছেছিল। শক্তিশালী ও সমৃদ্ধশালী ভারত গড়ার লক্ষ্যে তাঁর অবদান চির স্মরণীয়। ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী। প্রথমে তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেন পরে বিজেপিতে আসেন। নয়ের দশকে ভারতীয় জনতা পার্টিকে প্রান্তিক স্তরে থেকে জাতীয় রাজনীতিতে তুলে আনার নেপথ্যে ছিলেন এই অটল বিহারী বাজপেয়ী। আরও পড়ুন-Bimla Prasad Dies: প্রয়াত বিমলা প্রসাদ, মায়ের মৃত্যুতে আবেগঘন টুইট করলেন মন্ত্রী রবিশংকর প্রসাদ
पूर्व प्रधानमंत्री आदरणीय अटल बिहारी वाजपेयी जी को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। अपने दूरदर्शी नेतृत्व में उन्होंने देश को विकास की अभूतपूर्व ऊंचाइयों पर पहुंचाया। एक सशक्त और समृद्ध भारत के निर्माण के लिए उनके प्रयासों को सदैव स्मरण किया जाएगा।
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্ব দেশের আর্থসামাজিক পরিকাঠামোকে মজবুত করার পাশাপাশি উদারনৈতিকতার এক ভিন্ন স্তরে পৌঁছেছিল।