Platform Ticket Rates Hike: সামাজিক দূরত্ব বজায় রাখতে পুনে জংশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে হল ৫০ টাকা
ভারতীয় রেল (Photo Credits: Youtube)

নতুন দিল্লি, ১৮ অগস্ট: পুনে জংশনে (Pune Junction) বেড়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। বরিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের দাবি তাদের আমলে প্ল্যাটফর্ম টিকিট ছিল ৩ টাকা। কিন্তু বিজেপি সরকারের আমলে যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়। যারফলে কাঠগড়ায় বিজেপি। যদিও ভারতীয় রেলের দাবি, অকারণে যাতে কেউ প্লাটফর্মে ভিড় না জমায় তাই করোনা কালে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং টুইট করে জানিয়েছেন,"কংগ্রেসের সময় প্ল্যাটফর্ম টিকিট ছিল ৩ টাকা, বিজেপি সরকারের আমলে তা বেড়ে দাঁড়ালো ৫০ টাকায়", সঙ্গে তিনি দু'আমলের প্লাটফর্ম টিকিটের দামের ছবিও পোস্ট করেন তিনি। ১৪ ডিসেম্বর, ২০১১ ও অগস্ট ২০২০-র টিকিটের দামের ফারাক বিপুল। আরও পড়ুন, টেসলা সিইও ইলন মাস্কের তুঙ্গে বৃহস্পতি, বিশ্বের ৬ নম্বর ধনীর তালিকায় নামলেন মুকেশ আম্বানি

মার্চের শেষে আপাতত দেশের ৫টি ডিভিশনের ২৫০টি স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে৷ ওই সব স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০টাকা থেকে বেড়ে হল ৫০ টাকা৷ করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা এড়াতেই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে৷ রেলওয়ে স্টেশনে ভিড় কমাতে বাড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ একলাফে ওই টিকিটের দাম পাঁচ গুণ বাড়াল রেল৷