Petrol Pump. Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৯ অক্টোবর: শনিবারও সারা দেশে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price) বাড়ল। দিল্লিতে লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে পেট্রলের নতুন দাম ১০৩ টাকা ৮৪ পয়সা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৪৭ পয়সা। মুম্বইতে প্রতি লিটার পেট্রলে দাম বেড়েছে ২৯ পয়সা। এখানে পেট্রলের আজকের দাম ১০৯ টাকা ৮৩ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের নতুন দাম ১০০ টাকা ২৯ পয়সা। ডিজেলে দাম বেড়েছে লিটার প্রতি ৩৭ পয়সা।

চেন্নাইয়ে, ২৬ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের নতুন দাম হয়েছে ১০১ টাকা ২৭ পয়সা। শনিবার চেন্নাইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৯৩ পয়সা। দাম বেড়েছে ৩৩ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৫ পয়সা। কলকাতায় শনিবার পেট্রলের দাম ১০৪ টাকা ৫২ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৯৫ টাকা ৫৮ পয়সা। আরও পড়ুন: Facebook Outage: এনিয়ে এক সপ্তাহে দু'বার, আবারও বিভ্রাট ফেসবুকে

মে-জুলাই মাসে সময় মূল্যবৃদ্ধির কারণে দেশের অর্ধেকেরও বেশি অংশে পেট্রলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল প্রথমবার। অন্যদিকে, কমপক্ষে তিনটি রাজ্যে লিটার প্রতি ডিজেলের দামও ১০০ টাকা ছাড়িয়েছিল। করোনা আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি এলপিজি গ্যাসেরও দাম বাড়ায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও পরিবহণ মূল্যও। কোথা থেকে এই অর্থের যোগান আসবে তা নিয়ে চিন্তায় আম জনতা।