নতুন দিল্লি, ৪ ডিসেম্বর: শুক্রবার ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের (Petrol, Diesel Prices)। তেল সংস্থাগুলি আজ পেট্রলের দাম লিটার প্রতি ২০ পয়সা, ডিজেলে লিটার প্রতি ২৩ পয়সা বাড়িয়েছে। কেবলমাত্র ১৫ দিনের মধ্যেই জ্বালানির দাম এনিয়ে ১২ বার বাড়ানো হল। আজ দিল্লিতে পেট্রলের দাম বেড়ে ৮২ টাকা ৮৬ পয়সা প্রতি লিটার ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩ টাকা ৭ পয়সা ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে বিজ্ঞপ্তি অনুসারে একইভাবে, মুম্বাইয়ে পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৮৯ টাকা পয়সা ও ৭৯ টাকা ৬৬ পয়সা।
২ সপ্তাহের ব্যবধানের পরে ২০ নভেম্বর থেকে তেল বিপণন সংস্থাগুলি ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম ১১ বার দেশীয় জ্বালানির দাম বাড়িয়েছে। তিনটি সংস্থা বর্তমানে প্রতিদিনের ভিত্তিতে দেশীয় পেট্রোল এবং ডিজেল দাম পর্যালোচনা করে এবং প্রতিদিন সকাল ৬টা পেট্রোল ও ডিজেলের দাম জানিয়ে দেয়।আরও পড়ুন: Farmers' Refuse to Stop Protest: কৃষি আইন সমূহ প্রত্যাহার না করলে আন্দোলন চলবে, সিদ্ধান্তে অনড় কৃষকরা
এক নজরে দেশের কোন শহরে পেট্রল ও ডিজেলের দাম কত:
City | Petrol | Diesel |
---|---|---|
Delhi | 82.86 | 73.07 |
Mumbai | 89.52 | 79.66 |
Chennai | 85.76 | 78.45 |
Kolkata | 84.37 | 76.64 |