নতুন দিল্লি, ৭ জুন: ৮৩ দিন পর দাম বাড়ল পেট্রল ও ডিজেলের (Petrol And Diesel )। প্রতি লিটারে পেট্রল ও ডিজেলের দাম ৬০ পয়সা করে বেড়েছে। শেষবার জ্বালানির দাম ১৬ মার্চ সংশোধিত হয়েছিল। কিন্তু কয়েকটি রাজ্য সরকার তাদের রাজস্ব উপার্জনের জন্য ভ্যাট বা বাড়িয়েছিল। আজ থেকে দৈনিক দাম পুনর্বিবেচনা আবার শুরু করেছে তেল বিপণন সংস্থাগুলি।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফলে অতিরিক্ত রাজস্ব অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলে প্রতি লিটারে তিন টাকা করে শুল্ক বাড়ায়। ১৬ মে সরকার আবারও পেট্রোলে প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেলের উপরে প্রতি লিটারে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছিল। আরও পড়ুন: Telangana Shocker: চাকরি পেতে বাবাকে খুন করল যুবক, সাহায্য করল ভাই ও মা
কোথায় কত দাম:
দিল্লিতে পেট্রলের নতুন দাম হচ্ছে ৭১ টাকা ৮৬ পয়সা। আর ডিজেলের দাম হচ্ছে ৬৯.৯৯ পয়সা। মুম্বই ও কলকাতায় পেট্রলের দাম প্রতি লিটারে ৫৯ পয়সা করে বাড়ছে। মুম্বইয়ে পেট্রলের নতুন দাম হচ্ছে ৭৮ টাকা ৯১ পয়সা। কলকাতায় নতুন দাম হচ্ছে ৭৩ টাকা ৮৯ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম ৫৩ পয়সা বাড়ছে। নতুন দাম হচ্ছে ৭৬ টাকা ৭ পয়সা। অন্যদিকে মুম্বইয়ে ডিজেলের নতুন দাম হচ্ছে ৬৮ টাকা ৭৯ পয়সা। কলকাতায় প্রতি লিটারে ডিজেলের দাম বাড়ছে ৫৫ পয়সা করে। নতুন দাম হচ্ছে ৬৬ টকা ১৭ পয়সা। চেন্নাইতে এক লিটার ডিজেলের দাম হচ্ছে ৬৮ টাকা ৭৪ পয়সা।