Patna Double Deck Flyover. (Photo Credits:X)

Patna Double-Deck Flyover: বিহারের উন্নয়নের প্রতীকে বড় ধাক্কা। ক'দিন আগে পটনায় উদ্বোধন হওয়া ৪২২ কোটি টাকা খরচে তৈরি দ্বিতল উড়ালপুল বা ফ্লাইওভারে ধস দেখা গেল। কয়েক দিনের বৃষ্টিতে দ্বিতল এই উড়ালপুলের একাংশ বেহাল হয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় এই উড়ালপুল ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বিজেপি সমর্থিত এনডিএ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। উদ্বোধন হয়েছে এখনও মাস ঘোরেনি, তারই মধ্যে রেকর্ড টাকা খরচ করা এই দ্বিতল ব্রিজের অবস্থা দেখলে আঁতকে উঠতে হচ্ছে। দ্বিতল এই উড়ালপুলটি নির্ধারিত সময়ের অনেকটা পড়ে শেষ হয়। এবার দেখা যাচ্ছে, উদ্বোধনের পর মাস ঘুরতে না ঘুরতেই ফাটল বা ধস দেখা দিচ্ছে।

ঢাকঢোল পিছিয়ে দ্বিতল উড়ালপুলটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

গত ১১ জুন ঢাকঢোল পিটিয়ে ভোটের মুখে উদ্বোধন হয়েছিল পটনার দুতলা ফ্লাইওভার। ৪২২ কোটি টাকা খরচের এই ফ্লাইওভার নীতীশ কুমারের উন্নয়নের মুখ হয়ে উঠেছিল। রাজ্যের ব্যস্ততম অঞ্চল পটনার যানজট কমাতে অশোক রাজপথে ২.২ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি তৈরি হয়েছে।

দেখুন পটনার দ্বিতল উড়ালপুলের করুণ হাল

শহরের ট্র্যাফিকের বোঝা কমাতে দ্বিতল উড়ালপুলটি করা হয়

যার প্রথম তলাটি পটনা কলেজ থেকে বিএন কলেজ (১.৪৫ কিলোমিটার), আর উপরের তলাটি কার্গিল চক থেকে শতাব্দী দ্বার (২.২ কিমি) পর্যন্ত গিয়েছে। পটনা মেডিক্যাল কলেজ, পটনা বিশ্ববিদ্যালয়, বাণিজ্য কেন্দ্র গোবিন্দ মিত্র রোড, পটনা মেট্রো ও জেপি গঙ্গা পথের মত গুরুত্বপূর্ণ জায়াগর মধ্যে সংযোগস্থাপন করে এই দ্বিতল ফ্লাইওভারটি।