জম্মু ও কাশ্মীর (Photo Credits: IANS)

শ্রীনগর, ৯ ফেব্রুয়ারি: জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) আফজাল গুরুর (Afzal Guru) মৃত্যুবার্ষিকী উপলক্ষে টু জি মোবাইল ইন্টারনেট পরিষেবা (Mobile Internet Service) বন্ধ রাখা হয়। ২০০১ সালে পার্লামেন্টে হামলার জন্য তাকে জেলবন্দি করা হয়। ২০১৩, ৯ ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পাশাপাশি সারা শ্রীনগর জুড়ে আরও  কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (JKLF) আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী (Death Anniversary) উপলক্ষে ধর্মঘট ঘোষণা করে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা মকবুল ভাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ফের ধর্মঘট ডাকা হয়েছে। আরও পড়ুন, বাতিল হচ্ছে শতাধিক ট্রেন, ভোগান্তির মুখে শিয়ালদহগামী যাত্রীরা 

দিল্লির তিহার জেলে আফজাল গুরু এবং ভাটকে একসঙ্গে ফাঁসির কাঠে ঝোলানো হয়। জে কে এল এফ-র ডাকা ধর্মঘটের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিশ এফ আই আর করে। পুলিশের মুখপাত্র এ বিষয়ে জানান,"জে কে এল এস এর মত নিষিদ্ধ সংগঠন উপত্যকা অশান্ত করার এবং আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে। কটি বাগ পুলিশ স্টেশনে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।"